ঢাকা রবিবার, মে ৪, ২০২৫
বালিয়াকান্দির আলোকদিয়া থেকে ৩৪০ পিচ ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৫-০৩ ১৬:৩১:৩৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে গতকাল ৩রা মে বিকালে ৩৪০ পিচ ইয়াবাসহ ২জন বিক্রেতাকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
 গ্রেফতারকৃতরা হলো- আলোকদিয়া গ্রামের শুকুর আলীর ছেলে কুখ্যাত মাদক বিক্রেতা নাসিরুল ইসলাম(৪৫) ও একই গ্রামের আব্দুল মান্নান মল্লিকের ছেলে হৃদয় মল্লিক(২৫)। 
 বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ(ওসি) জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল বাকের, এসআই আশিক ও এসআই তুষার সঙ্গীয় ফোর্স জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে প্যান্টের পকেটের ভিতর থেকে ৩৪০ পিচ ইয়াবা উদ্ধার করে তাদেরকে থানায় সোপর্দ করে।
 মাদক উদ্ধারের ঘটনায় এসআই আব্দুর বাকের বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

পাংশার পাট্টায় প্রতিপক্ষের হামলায় বিএনপির কর্মী রাশেদুল নিহত
মোটর সাইকেলের সাথে ভ্যানের বডি দিয়ে আজব গাড়ী বানালো মন্টু মিয়া
বালিয়াকান্দির আলোকদিয়া থেকে  ৩৪০ পিচ ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ