ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
র‌্যাবের অভিযানে মধুখালীর বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-১০ ১৫:৫৭:৩০
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ৯ই নভেম্বর দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মধুখালী উপজেলার ডুমাইন গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের ৩জন সদস্য গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রাম থেকে বিকাশ প্রতারক চক্রের ৩জন সদস্য গ্রেফতার হয়েছে।
  গত ৯ই নভেম্বর দিবাগত গভীর রাতে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ২৭টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ ডুমাইন গ্রামের আকবর মোল্লার ছেলে নূর আলম মোল্লা(১৯), সাজ্জাদ আলী কনকের ছেলে শাহারুপ শেখ অমি(১৮) ও জিন্নাহ শেখের ছেলে শাকিল মেখ(১৯)। গ্রেফতারকৃতদের মধুখালী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
  র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা মোবাইল ফোনের সিম বিক্রেতাদের সাথে যোগসাজস করে ভূয়া নামে সিম কার্ড রেজিস্ট্রেশনের পর উক্ত সিম ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ফোন করে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে তাদের বিকাশের পিন কোড জেনে নিয়ে  স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ