ঢাকা রবিবার, মে ৪, ২০২৫
র‌্যাবের অভিযানে প্রবাসী আল আমিন হত্যা মামলার ২জন আসামী পাবনা থেকে গ্রেপ্তার
  • শিহাবুর রহমান
  • ২০২৫-০৫-০২ ১৬:২৯:৩৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত আলোচিত মালয়েশিয়া প্রবাসী আল আমিন (২৮) হত্যা মামলার দুই আসামীকে পাবনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। 
 গত ১লা মে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১২ এর সহযোগিতায় পাবনা জেলার ঈশ্বরদী ও সাথিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধার ছেলে আব্দুস সালাম ঠান্ডু(৩৫) ও একই উপজেলার চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জুয়েল রানা(৪০)। এদের মধ্যে আব্দুস সালাম ঠান্ডু এ হত্যা মামলার এজাহারনামীয় আসামী।
 নিহত প্রবাসী আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। প্রায় ৭ বছর প্রবাসে থেকে ৪ মাস আগে দেশে এসেছিলেন আল আমিন।
 গতকাল ২রা মে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক(মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গত ২৫শে এপ্রিল সকাল ১০টার দিকে মালয়েশিয়া প্রবাসী ভিকটিম আল-আমিনকে পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে করার উদ্দেশ্যে পাত্রী দেখানোর জন্য নিয়ে গিয়ে ফেরার পথে ওই দিন দুপুর অনুমান দেড়টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকায় দাবীকৃত মাদক সেবনের টাকা না দেওয়ার জেরে গ্রেফতারকৃত আব্দুস সালাম ঠান্ডুসহ সঙ্গীয় অপরাপর আসামীরা তাকে গুরুতর আঘাত করে এবং তার ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন তার মামা লিটন কাজীসহ পুলিশের একটি দল নদীতে ভাসমান অবস্থায় আল আমিনের লাশ উদ্ধার করে।
 এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। গোয়ালন্দ থানার মামলা নং-৩৯, তাং-২৬/০৪/২০২৫ইং, ধারাঃ ৩৮৫/৩৮৭/৩০২/২০১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/১১৪/৪/১৪৩ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। 
 পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত ২জনকে গ্রেফতার করে।
 জানা যায়, গত ২৫শে এপ্রিল দুপুরে আল আমিন নিজের বিয়ের জন্য পরিবারসহ পাত্রী দেখতে পাবনা জেলার ঢালারচর গ্রামের খৈয়মের বাড়ীতে যান। পরে সে তার ফুফাতো বোনের স্বামী মেগা সরদারের মোটর সাইকেল যোগে রাখালগাছি বাজারে যায়। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী(৩০), রবিউল ইসলাম (৩৫)সহ অজ্ঞাত ৭/৮ জন চারটি মোটর সাইকেলে রাখালগাছি আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাথাড়ি কুপিড়ে নদীতে ফেলে দেয়। এর একদিন পর রাখালগাছি খেয়া ঘাট এলাকা থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। 
 এর আগে গত ২৬শে এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে এ মামলার এজাহারনামীয় আসামী নিহতের ফুপাতো বোন জামাই মেগা সরদার (৪৭)কে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মেগা সরদার পাবনা জেলার আমিনপুর উপজেলার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে।

রাজবাড়ীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬জন গ্রেফতার
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষন মামলায় পাঁচুরিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত গ্রেপ্তার
মালিক-শ্রমিকের সুসম্পর্কে ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যায়----জেলা প্রশাসক
সর্বশেষ সংবাদ