ঢাকা বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
এনজিও সমপদের উদ্যোগে ৬টি পরিবারকে বিনামূল্যে বাছুর প্রদান
  • আশিকুর রহমান
  • ২০২৫-০৫-০৬ ১৬:১৭:২৪

 রাজবাড়ীতে হতদরিদ্র ৬টি পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করেছে এনজিও সমাজ উন্নয়ন পরিষদ(সমপদ)।
 গতকাল ৬ই মে দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকায় শাপলা কিন্ডার গার্টেন স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে গাভীগুলো বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
 এ সময় কুষ্টিয়ার আমলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ কুদরত আলী, সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার ও সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস বেগম উপস্থিত ছিলেন।
 সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। গাভী পালন করে তারা যাতে স্বাবলম্বী হতে পারেন এজন্য এর আগে এই ৬টি পরিবারের ১২জন সদস্যকে(স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে মাটিবাহী ট্রাক জব্দ॥ড্রেজিং পাইপ ধ্বংস
এনজিও সমপদের উদ্যোগে ৬টি পরিবারকে বিনামূল্যে বাছুর প্রদান
বালিয়াকান্দির কেন্দ্রীয় মন্দিরে ৩২  প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু
সর্বশেষ সংবাদ