ঢাকা বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ীর শহীদ ৩টি পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৫-০৬ ১৬:২৩:০৮

 ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার শহীদ ৩টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। 
 গতকাল ৬ই মে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখার চেক বিতরণ করা হয়। সঞ্চয়পত্রের চেক তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 
 এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ীর শহীদ ও আহত পরিবারের সাথে সরকার ছিল এবং আছে। আপনারা একা না, মনে সাহস নিয়ে চলবেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের সঙ্গে আছি।
 জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোল্লা ইফতেখার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এস.এম মাসুদ, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য উপস্থিত ছিলেন।  

 

রাজবাড়ীতে ২৮দিনের ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী
গুরু অপরাধে লঘু দন্ড!
উড়াকান্দায় ধুমপান ও তামাকজাত  দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা
সর্বশেষ সংবাদ