রাজবাড়ীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এক দোকান মালিককে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৬ই মে বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার উড়াকান্দা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ বলেন, রাজবাড়ীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১)ধারা লঙ্ঘনে ১টি মামলায় ১জন মালিককে ১হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করাসহ তাকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা প্রশাসকের পেশকার মোঃ মানিক মিয়া ও জেলা পুলিশের টিম অংশগ্রহণ করে।