ঢাকা বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
গুরু অপরাধে লঘু দন্ড!
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-০৬ ১৬:২৫:০৩

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত ‘ডাঃ রতন ক্লিনিক’-এর অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে সিভিল সার্জন।
 সম্প্রতি ওই ক্লিনিকে ভুল চিকিৎসায় শাহানা বেগম(৩০) নামে এক সিজারিয়ান রোগীর অকাল মৃত্যু ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হলে ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা স্বাস্থ্য বিভাগ। তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর ডাঃ রতন ক্লিনিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
 গতকাল ৬ই মে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদের স্বাক্ষর করা এক অফিস নোটিশে এ তথ্য জানা গেছে।
 নোটিশে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন এবং বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক ডাঃ রতন ক্লিনিকটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলা হলো।
 এই প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পরবর্তীতে বেসরকারী হাসপাতাল/ক্লিনিক/প্যাথলজিক্যাল ল্যাবরেটরী পরিদর্শন কমিটির সুস্পষ্ট মতামত ও পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
 এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, রাজবাড়ী শহরের ক্লিনিক ডাঃ রতন ক্লিনিকে গত ২৩শে এপ্রিল রাতে শাহানা বেগম নামের এক প্রসূতির সিজার হয় এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই প্রসূতি রোগীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ক্লিনিকটি পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে ক্লিনিকের নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে অনুন্নতসহ আরও কিছু বিষয় উঠে আসে। যার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটিতে অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 এর আগে, গত ২৭শে এপ্রিল ডাঃ রতন ক্লিনিকে সিজারিয়ান রোগী শাহানা বেগম মৃত্যুর বিষয়টি তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা স্বাস্থ্য বিভাগ। 
 তদন্ত কমিটিতে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ার কনসালটেন্ট(গাইনী এন্ড অবস্) ডাঃ রত্না পোদ্দারকে সভাপতি এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্টে(এনেসথেসিয়া) ডাঃ প্রদীপ কান্তি পাল ও রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহেল শেখকে সদস্য করা হয়।
 চিকিৎসা অবহেলা ও ভুল চিকিৎসায় অহরহ রোগী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাঃ রতন ক্লিনিক এবং অপারেশন সংশ্লিষ্ট চিকিৎকদের নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে তা আলোর মুখ দেখেনি। সচেতন মহল এই তদন্ত প্রতিবেদনকে দায়সারা প্রতিবেদন আখ্যা দিয়েছে। 
 উল্লেখ্য, গত ২৩শে এপ্রিল রাত ৮টার দিকে ডাঃ রতন ক্লিনিকে শাহানা বেগম(৩০) নামে এক প্রসূতি রোগীর সিজার করেন ওই ক্লিনিকের মালিক ডাঃ রইসুল ইসলাম রতন। সিজারের পর রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শাহানা বেগমের মৃত্যু হয়। পরে শাহানার পরিবারকে ৪ লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়  ক্লিনিক কর্তৃপক্ষ। মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের সাঈদ সরদারের মেয়ে। শাহানার শশুর বাড়ী পাবনার ঢালার চরে। তার স্বামীর নাম ওমর ফারুক। এর আগেও ডাঃ রতন ক্লিনিকে ভুল চিকিৎসা ও ভুল অপারেশনে একাধিক রোগীর অকাল মৃত্যুর ঘটনায় ক্লিনিকে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটলেও বিভিন্ন উপায়ে লেনদেনের মাধ্যমে তা ধামাচাপা দেওয়া হয়। অহরহ রোগীর অকাল মৃত্যুর ঘটনায় এই ক্লিনিক কিলখানা(কসাইখানা) হিসেবে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে।

 

রাজবাড়ীতে ২৮দিনের ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী
গুরু অপরাধে লঘু দন্ড!
উড়াকান্দায় ধুমপান ও তামাকজাত  দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা
সর্বশেষ সংবাদ