রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে মাখন রায়ের পাড়া এলাকায় ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি ও বহনের দায়ে ১টি ড্রাম ট্রাক জব্দ এবং নতুন ব্রিজ এলাকায় মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০-৬০টি পাইপ ভেঙ্গে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ৬ই মে বিকালে উজানচর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।
এ বিষয়ে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন প্রতিরোধ এবং সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে অভিযান চালিয়ে ১টি মাটিবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় চালক ট্রাকটি ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ট্রাকটি উপজেলা কোয়ার্টারের পাশে রাখা হয়েছে। জব্দকৃত ট্রাকটির মালিক আসলে তাদের বালু, মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হবে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হবে তারা যেন কোন জমি বা পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি না করে।
এছাড়া মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজিং মেশিনের ৫০-৬০টি পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে।