বিভিন্ন আইনে গতকাল ৭ই মে বিকালে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট ও বালিয়াকান্দি উপজেলার জামালপুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গতকাল ৭ই মে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ আহমেদের নেতৃত্বে সদর উপজেলার কোলারহাট এবং বালিয়াকান্দি উপজেলার জামালপুর হাটে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ স্বীকার করায় ২টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ধারায় অপরাধ স্বীকার করায় ১জন মালিককে ১হাজার টাকা, কৃষি বিপনন আইনে অপরাধ স্বীকার করায় ২জন মালিক ৩হাজার টাকা, পণ্যের পাটজাত দ্রব্য বাধ্যতামূলক ব্যবহার আইনে ১জন ব্যবসায়ীকে ৫০০ টাকাসহ সর্বমোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা এবং তাদের সতর্ক করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে জেলা কৃষি বিপনন কর্মকর্তা নাঈম আহমেদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ও পেশকার মোহাম্মদ ইলিয়াস মাহমুদসহ জেলা পুলিশের টিম সহযোগিতা করে।