ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
পাংশায় বিএনপি নেতা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৫-০৭ ১৭:০০:৫৭

রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ কালিবাড়ী তিন রাস্তা মোড় সড়কে গতকাল ৭ই মে পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলামসহ পাট্টা ইউনিয়ন ও তৎসংলগ্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে একটি প্রশ্নবিদ্ধ হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো এবং অত্র এলাকায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের বাড়ি-ঘরে লুটপাট-ভাংচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
 পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সকল অঙ্গ সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। 
 পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলম ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, পাংশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক(বকুল মিয়া), বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর রইচ উদ্দিন খান, পাংশা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইউসুফ হোসেন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, পাট্টায় একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এলাকা অশান্ত ও অস্থিতিশীল করতে চায়। কিন্তু এলাকা অস্থিতিশীল করার পরিণতি ভালো হবে না বলে তিনি হুশিয়ারী দেন। 
 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতি মোঃ চাঁদ আলী খান বলেন, আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই- আমরা কোন হত্যাকান্ড সমর্থন করি না। পাট্টায় হত্যাকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সহমর্মিতা জানাই। হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানাই। একই সাথে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই ওই হত্যাকান্ডে পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দের নামে যে মামলাটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করছি।
 তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। সঠিক তদন্ত কাজে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। আমাদের দলের কয়েকজনের বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। যারা বাড়ি-ঘরে হামলা-ভাংচুর-লুটপাট ও আগুন দিয়ে ক্ষতিসাধন করেছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে।
 পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান আরো বলেন, থানায় বসে দলের পরিচয় দিয়ে যারা দালালি করছে তাদের চিহ্নিত করতে হবে। থানায় বসে দলের পরিচয় দিয়ে দালালি করা যাবে না। যারা দালালি করছে তাদের চিহ্নিত করতে হবে। দলের নাম ভাঙিয়ে থানায় দালালি এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িতরা দলের মধ্যে থাকতে পারবে না। 
 পাংশা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলী আহসান মুজাহিদ, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম, কশবামাজাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও কশবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল হক, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোহাম্মদ আলী একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম হুমায়ুন, কলিমহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব প্রামানিক, যশাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুন্নবী সাচ্চু, মৌরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ডাঃ মোঃ আইয়ুব আলী, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমীন ও পাংশা পৌর যুবদলের আহবায়ক সবুজ সরদারসহ পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, বাবুপাড়া, মাছপাড়া, মৌরাট, পাট্টা, সরিষা, কলিমহর ও কশবামাজাইল ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে মিছিল সহকারে যোগ দেয়। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি শেষ হয়।

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ