ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
সাগর হত্যায় মিরপুর থানায় রাজবাড়ীর সাবেক দুই এমপিসহ ৪৮৬ জনের নামে মামলা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-০৭ ১৭:০১:৫৭

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুর ১০ নম্বরের গোল চত্বরে আন্দোলনের সময় সহিংসতায় গত ১৯শে জুলাই গুলিতে শহীদ হয় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মোঃ সাগর আহমেদ(২১)।
 এ ঘটনায় সাগরের আপন চাচাতো ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মিরপুর মডেল থানায় ৪৮৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মিরপুর মডেল থানার মামলা নম্বর-১৫, তাং-৬/২/২০২৫ইং, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড।
 শহীদ সাগর আহমেদ বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন ও গোলাপি বেগম দম্পতির সন্তান। সাগর মিরপুর সরকারী বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে সাগর বড় ছিলেন।
 এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১নম্বর আসামী করা হয়েছে। এছাড়াও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য-জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিমকে ২২ নম্বর আসামী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কেরামত আলীকে ২৫ নম্বর আসামী করা হয়েছে। 
 এছাড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুকে ৩১নম্বর, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে ৩৪ নম্বর, সাবেক রেলমন্ত্রীর ছেলে মিতুল হাকিমকে ৩৬নম্বর, বহরপুরের খলিলুর রহমানকে ৫৬ নম্বর, বহরপুরের হারুন-অর রশিদ হারুনকে ৫৭ নম্বর, স্বাচিপের সাবেক সভাপতি ডাঃ ইকবাল আর্সলানকে ৬৪ নম্বর, বানিবহ আটদাপুনিয় এলাকার আবুল কালাম আজাদকে ৯৭ নম্বর, রাজবাড়ীর সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল মোর্শেদ আরুজকে ২০৪ নম্বর আসামী করা হয়েছে।
 এছাড়াও এ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের(৭৪), সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক(৪৫), সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোঃ এ আরাফাত(৫০), সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল(৬৫), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক(৬৮), সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ(৪৫), র‌্যাব-১০ এর সাবেক অধিনায়ক মোঃ ফরিদ উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মঈনুল হাসান খান নিখিল(৫০), ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম(৫৭), ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার(৫৪), বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগের নেতাকর্মীরা, রাজবাড়ী জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৪৮৬ জনের নাম উল্লেখ করা হয়।
 এই মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক(এসআই) রাশেদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সহিংসতায় মিরপুর ১০নম্বর গোল চত্বরে ২০২৪ সালের ১৯শে জুলাই গুলিতে মিরপুর সরকারী বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র সাগর নিহত হয়।
 তার বাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিলটাকাপোড়া গ্রামে। তাকে এলাকায় দাফন করা হয়। 
 এ ঘটনায় শহীদ সাগরের চাচাতো ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে সিএমএম আদালতে মামলা দায়ের করলে আদালতের আদেশ মিরপুর মডেল থানায় ২০২৪ সালের ৬ই ফেব্রুয়ারী ৪৮৬ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামী করে মামলা রেকর্ড করা হয়। এ মামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ীর স্থানীয় দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (৫০)কে গত ২১শে এপ্রিল দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ গ্রেফতার করে। গত ২২শে এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার(গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত নূরে আলম সিদ্দিকী হক রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবথুন্দিয়া গ্রামের আমজাদ হোসেন সরদারের পুত্র।
 তিনি আরও বলেন, কোর্টের আদেশ মোতাবেক আমরা আজকে শহীদ সাগরের লাশের ময়না তদন্তের জন্য তার গ্রামের বাড়ীতে আসি। কিন্তু পরিবারের আপত্তিতে আমরা লাশ উত্তোলন করিনি।
 গতকাল ৭ই মে মামলার বাদী শহীদ সাগরের চাচাতো ভাই মোঃ সাইফুল ইসলাম বলেন, সাগর কিভাবে মারা গিয়েছে এটা পুরো জেলা জানে ও দেশ জানে। সাগরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এটা সারা দেশের মানুষ জানে। এজন্য তার মরদেহ ময়না তদন্তের প্রয়োজন আছে বলে মনে করি না। তাই আমরা মরদেহ উত্তোলনে আপত্তি জানিয়েছি।
 তিনি আরও বলেন, সাগর হত্যায় আমি বাদী হয়ে মিরপুর মডেল থানায় গত ৬ই ফেব্রুয়ারী ৪৮৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করে মামলা দায়ের করেছি। মামলার যারা আসামীরা রয়েছে তারা অনেক মানুষকে হত্যা করেছে। এসব আসামীদের বিচার চাই।
 শহীদ সাগরের বাবা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলে হত্যার বিচার চাই আমি। এছাড়া আমার জীবনে আর কোন কিছু চাওয়া পাওয়া নেই।
 শহীদ সাগরের মা গোলাপি বেগম বলেন, আমি কোন কিছু চাই না, শুধু আমার নিষ্পাপ ছেলে হত্যার বিচার চাই।
 উল্লেখ্য, গত বছরের ১৯শে জুলাই রাজধানীর মিরপুর গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় গুলিতে নিহত হন মিরপুর সরকারী বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। পরদিন ২০শে জুলাই তার মরদেহ গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে এনে দাফন করা হয়।

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ