অর্থের অভাবে হার্টে রিং পড়াতে পারছেন না রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের লক্ষ্মীকোল গ্রামের হতদরিদ্র গোলাপী বেগম(৬৫)।
খোঁজ নিয়ে জানা গেছে, গোপালী বেগমের স্বামী ইয়াদ আলী একজন শ্রবন প্রতিবন্ধী। ঘাস কেটে বিক্রি করে কোনমতে সংসার চালান ইয়াদ আলী। এই দম্পতির একমাত্র পুত্র সন্তান ইউনুস সেও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গোলাপী বেগমের হার্টে দুইটা ব্লক ধরা পড়েছে। চিকিৎসক জানিয়েছেন হার্টে রিং পড়াতে হবে। এ জন্য প্রায় তিন লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু যাদের মরিচ আনতে পান্তা ফুরায় তাদের পক্ষে এতো টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব না। কারণ ইয়াদ আলীর সহায় সম্বল বলতে কিছুই নেই। মাত্র তিন শতাংশ জমি আছে তার। এই জমির উপর পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন ইয়াদ আলী। কিন্তু বাঁচতে তো সবারই ইচ্ছা করে। ইয়াদ আলীর স্ত্রী গোলাপী বেগমও বাঁচতে চায়। এ জন্য সবার কাছে সাহায্য চেয়েছেন গোপালী বেগমের পরিবার। আপনাদের সহযোগিতাই বাঁচাতে পারে গোলাপী বেগমকে।
গোলাপী বেগমের একমাত্র ছেলে রিক্সা চালক ইউনুস বিশ্বাস জানান, তার মায়ের চিকিৎসা করাতে এ পর্যন্ত ধার দেনা করে ৪৫হাজার টাকা খরচ করেছেন। ডাক্তার জানিয়ে তার মায়ের হার্টে ২টা ব্লক ধরা পড়েছে, রিং পড়াতে হবে। এজন্য সেখানে ২লক্ষ ৫০ হাজার টাকা লাগবে। এছাড়া বিভিন্ন পরীক্ষা করতে আরো প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকা লাগবে। কিন্তু এতো টাকা কোথায় পাবেন। সহায় সম্পতি বলতে ৩শতাংশ জমির উপরে বাড়ী টুকুই। এছাড়া কোন সম্বল নেই তাদের। এখন তার মায়ের চিকিৎসা করাবেন কিভাবে সেটা ভেবে পাচ্ছেন না। এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি।
যোগাযোগ/সাহায্য পাঠানোর ঠিকানা ঃ গোলাপী বেগমের ছেলে ইউনুস বিশ্বাস, মোবাইল ও বিকাশ নম্বর : ০১৯০৭-৫৩৪৮২৫।