ঢাকা সোমবার, মে ১২, ২০২৫
উজানচরে গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
  • আবুল হোসেন
  • ২০২৫-০৫-১১ ১৫:৪৯:১২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়া ও ভোলাই মাতুব্বর পাড়া গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণ কাজ বাঁধাদানের প্রতিবাদে গতকাল ১১ই মে দুপুরে প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 
 মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির খান, বিএনপি নেতা বিল্লাল খা, অবসরপ্রাপ্ত পুলিশ ইসলাম খান, জাতীয়তাবাদী যুবদলের উজানচর ইউনিয়ন শাখার আহ্বায়ক আরজু প্রামাণিক সদস্য সচিব ফজলুুর রহমান খান ফেলু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গোয়ালন্দ উপজেলা শাখার  যুগ্ম আহ্বায়ক সবুজ খান শিমুল ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার নির্মাণ কাজ চলছিল। হটাৎ রাস্তার মাথার অংশের বাড়ীওয়ালা রাস্তা আটকিয়ে ঘর নির্মাণ করে। আমরা ঘরটি দ্রুত অপসারণ করে দ্রুত রাস্তাটির নির্মাণ কাজ শুরু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

উজানচরে গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
গোয়ালন্দে হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
যতদিন গোয়ালন্দ থানায় কর্মরত থাকবেন ততদিন ১৫জন শিশুর শিক্ষা সামগ্রী প্রদান করে যাবেন ওসি
সর্বশেষ সংবাদ