ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-১১ ১৪:৪৫:৫৯
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট গতকাল ১১ই নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশ করেন -পিআইডি।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বর্তমান প্রেক্ষাপটে বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায় সে ব্যাপারে সুপ্রীম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
  গতকাল ১১ই নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে ‘সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০১৯’ গ্রহণ করে রাষ্ট্রপতি বিচারকদের বলেন, “বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায় বিচার নিশ্চিত করুন।”
  রাষ্ট্রপতি বলেন, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায় বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।
  রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে আবদুল হামিদের সাথে সাক্ষাত করে রিপোর্ট পেশ করেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
  প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম বিশেষ করে করোনাকালে বিচার কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
  রাষ্ট্রপতি করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করায় বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
  তিনি বলেন, করোনায় বিচার বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারাও গেছেন। তারপরও বিচার কার্যক্রম অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়।
  প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি তারিক-উল-করিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং বিচারপতি নাইমা হায়দার।
  এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

 

পবিত্র লাইলাতুল কদর আজ
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ মহান স্বাধীনতা দিবস আজ
গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব অতিদ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে-----প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ