‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
গতকাল ২৫শে জুন সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এ সময় তিনি সকল ক্ষেত্রে পলিথিন প্লাস্টিক পণ্য বর্জনের সাথে পতিত জায়গায় গাছ লাগিয়ে পৃথিবীর উষ্ণায়ন ও জীব বৈচিত্রকে বাঁচানোর স্বার্থে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করার আহ্বান জানান।
বৃক্ষরোপণকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক ও সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।