ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
সুন্দরবন ও ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের রাজবাড়ী শাখাকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-২১ ০৪:৪৪:০৭
সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে গতকাল ২০শে মে সুন্দরবন ও ইউএসবি কুরিয়ার সার্ভিসের রাজবাড়ী শাখাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর -মাতৃকণ্ঠ।

সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সুন্দরবন ও ইউএসবি কুরিয়ার সার্ভিসের রাজবাড়ী শাখাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
  গতকাল ২০শে মে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 
  উল্লেখ্য, রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ের পাশে অবস্থিত সুন্দরবন ও বড়পুল বাস মালিক সমিতির কার্যালয়ের পাশে অবস্থিত ইউএসবি কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে গ্রাহকদের পণ্য হারিয়ে যাওয়ার নামে গায়েব করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ