ঢাকা শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
সুন্দরবন ও ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের রাজবাড়ী শাখাকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-২১ ০৪:৪৪:০৭
সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে গতকাল ২০শে মে সুন্দরবন ও ইউএসবি কুরিয়ার সার্ভিসের রাজবাড়ী শাখাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর -মাতৃকণ্ঠ।

সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সুন্দরবন ও ইউএসবি কুরিয়ার সার্ভিসের রাজবাড়ী শাখাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
  গতকাল ২০শে মে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 
  উল্লেখ্য, রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ের পাশে অবস্থিত সুন্দরবন ও বড়পুল বাস মালিক সমিতির কার্যালয়ের পাশে অবস্থিত ইউএসবি কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে গ্রাহকদের পণ্য হারিয়ে যাওয়ার নামে গায়েব করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের মানুষের জন্য সততার সাথে কাজ করে গেছেন---সাবেক এমপি খৈয়ম
সাবেক সংসদ সদস্য কাজী কেরামতের মামলার পরবর্তী তারিখ ৩১শে ডিসেম্বর
রাজবাড়ীতে কালেক্টরেটের ৪জন সহকারী কমিশনারের বদলীজনিত বিদায় সংবর্ধনা
সর্বশেষ সংবাদ