ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
পাংশায় প্রশাসনের উদ্যোগে ২২০ জন শ্রমিক ও কর্মচারীর মাঝে ত্রাণ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৫-২১ ০৪:৪৬:৫৫
করোনা সংকট মোকাবেলায় পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে ২২০ জন শ্রমিক ও কর্মচারীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২০শে মে দুপুরে ৪০জন হোটেল শ্রমিক, ৮০জন মাইক্রো শ্রমিক ও ১শ’ জন দোকান কর্মচারীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনায় এবং এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় করোনা সংকট মোকাবেলায় শ্রমিক-কর্মচারীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
  দরিদ্র পরিবারের ২২০ জন শ্রমিক ও কর্মচারীর প্রত্যেকের ১০কেজি করে চাল, আলু ও ডাল বিতরণ করা হয়।
  জানা যায়, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে পাংশা ফুড গোডাউন চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণের সময় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশার ওসিএলএসডি তারিকুল ইসলাম সবুজ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল কাদের সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন।
  পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা জানান, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনা এবং এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় করোনা সংকট মোকাবেলায় শ্রমিক-কর্মচারীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।

 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ