রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২০শে মে দুপুরে ৪০জন হোটেল শ্রমিক, ৮০জন মাইক্রো শ্রমিক ও ১শ’ জন দোকান কর্মচারীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনায় এবং এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় করোনা সংকট মোকাবেলায় শ্রমিক-কর্মচারীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দরিদ্র পরিবারের ২২০ জন শ্রমিক ও কর্মচারীর প্রত্যেকের ১০কেজি করে চাল, আলু ও ডাল বিতরণ করা হয়।
জানা যায়, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে পাংশা ফুড গোডাউন চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণের সময় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশার ওসিএলএসডি তারিকুল ইসলাম সবুজ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল কাদের সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা জানান, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনা এবং এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় করোনা সংকট মোকাবেলায় শ্রমিক-কর্মচারীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।