রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আবাসন এলাকা এখন যেন এক সোনালী ক্যানভাসে রূপ নিয়েছে। মাইলের পর মাইল জুড়ে কাঁচা সড়কের দু’পাশে সারি সারি সাজানো পাটকাটি। যে কেউ দেখলেই তার দু’চোখ জুড়িয়ে যাবে। গ্রামীণ জীবনের এই মনোরম দৃশ্য শুধু সৌন্দর্যই ছড়াচ্ছে না, বরং কৃষকের বাড়তি আয় ও নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
কৃষকের ঘাম ও পরিশ্রমে জন্ম নেওয়া এই সোনালী আঁশ শুধু জীবিকা নয়, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতিচ্ছবি। বালিয়াকান্দির এই দৃশ্য যেন বাংলার শস্যভিত্তিক সৌন্দর্য ও কৃষির সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ।
সরেজমিনে আবাসন এলাকাতে গিয়ে দেখা যায়, পানিতে জাঁক দেওয়া ও আঁশ ছাড়ানোর পর শুকানোর জন্য রাস্তার ধারে সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হয়েছে পাটকাটি। বর্ষার মৌসুমে দুই পাশে থইথই পানি আর মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তার দুই ধারে সোনালী পাটের সারি যেন এক অনন্য প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছে।
পাটকাটি বিক্রি এ অঞ্চলের কৃষকদের বছরের অন্যতম বড় আয়ের উৎস। পাটের সোনালী আঁশ ছড়ানোর পর পাটকাটি বিক্রির আশায় তারা এগুলো রোদে শুকিয়ে যত্ন করে রাখেন। পরবর্তীতে তা বেশ চড়া দামে বিক্রি করেন তারা।
বহরপুরের কৃষক মোঃ আবদুল হক, জামাল উদ্দিন, জালাল মিয়া বলেন, সব সময়ই পাটকাটির দাম ভালো থাকে। পাটকাটি বিক্রি করে অতিরিক্ত অর্থ আয় হচ্ছে তাদের। এতে তারা বেশ লাভবান হচ্ছেন। এই আয় দিয়ে সংসারের খরচ মেটানো ছাড়াও ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালান তারা।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, স্থানীয় বাজার ও পাইকারদের কাছে পাটকাটির ব্যাপক চাহিদা রয়েছে। যার কারণে কৃষকেরা পাটকাটি বিক্রি করে আর্থিকভাবে তারা অনেকটাই লাভবান হচ্ছেন।