ঢাকা শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
ইমাম মাহদী দাবীদার নুরালের আস্তানা উচ্ছেদের দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৯-০৫ ১৫:১৫:৫৮

কালিমা, আযান ও দুরুদ বিকৃতিকারী এবং ইমাম মাহদী দাবীদার ভন্ড নূরাল পাগলের আস্তানা উচ্ছেদ এবং কাবা শরীফের আকৃতিতে ১২ ফুট উঁচুতে কবর স্থাপনের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
 গতকাল ৫ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ঈমান-আকিদা রক্ষা কমিটি জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি ও জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস আলী মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজামমুনির, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন আব্বাসী, পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ হাফিজুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি কারী আবু ইউসুফ, ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক মাওলানা আনাস মাদানী, জেলা বারের আইনজীবী নেকবর হোসেন মনি, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুব খেলাফতে মজলিসের নেতা মুফতি আবু তাহের ও ছাত্র প্রতিনিধি হাফেজ হাসিবুল ইসলাম শিমুল প্রমুখ বক্তব্য রাখেন।
 প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এমনভাবে ভান্ডামি পৌঁছে গিয়েছে যে আমাদের ঈমান আকিদা রক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের ঈমানও চলে যাবে। আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের প্রজন্মের ঈমানও থাকবে না। আমরা চুপ থাকলে রাজবাড়ীতে ঈমান বিধ্বংসী কারখানায় পরিণত হবে। এই ভন্ড নূরাল পাগলের মুরিদ ও পরিবাররা গোয়ালন্দে তাদের আস্তানায় মক্কার পরিবর্তে গোয়ালন্দে মক্কা করতে চায়। তারা মদিনার পরিবর্তে এখানে মদিনা করতে চায়। তারা ইসলামের নামে ভন্ডামি করছে। কালেমা বিকৃতি করছে। দূরুদ শরীফ বিকৃতি করেছে। কোরআনকে বিকৃতি করেছে। আজান বিকৃতি করেছে। মানুষকে বিভ্রান্তি করেছে। এমন কোন কাজ নেই তারা করেনি। তারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে ঈমানকে ধ্বংস করতেছে। আমরা আজ ঈমানের তাগিদে প্রতিবাদে নেমেছি। আমরা এই ভন্ড নূরের কার্যকলাপে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানুষের মাঝে ঈমান নষ্ট হবে এমন কোন কার্যকলাপ আমরা হতে দিব না। আমরা ঈমান ও আকিদা রক্ষা কমিটি সর্বাত্মকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নুরাল পাগলের আস্তানা গোয়ালন্দ থেকে সরিয়ে দিতে হবে।
 উল্লেখ্য, রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ঈমান-আকিদা রক্ষা কমিটি জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ চলাকালে পৃথক সমাবেশ থেকে গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরু পাগলের দরবারে হামলা চালিয়ে আগুন দেয়ার পাশাপাশি ভাংচুর শুরু করে স্থানীয় তৌহিদী জনতা। 

 

গোয়ালন্দে ইমাম মাহদী দাবীকারী সেই নুরু পাগলের দরবারে তৌহিদী জনতার হামলা॥লাশ তুলে আগুনে পোড়ালো জনতা
নুরু পাগলার কবর অবমাননার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
ইমাম মাহদী দাবীদার নুরালের আস্তানা উচ্ছেদের দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ
সর্বশেষ সংবাদ