ঢাকা শনিবার, আগস্ট ২, ২০২৫
বালিয়াকান্দি উপজেলার ১২০ জন কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-১১-১৯ ১৩:২৪:০২
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গতকাল ১৯শে নভেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় -আতিয়ার রহমান আতিক।

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াকান্দির আয়োজনে গতকাল ১৯শে নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। 
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, আলোচক হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম রনজু প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে ছিল কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ এবং ১০ কেজি করে বিএপি ও পটাশ সার। 

 

পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন
কালুখালী উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
ইসলামপুরে ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ প্রস্তুতি ও কর্মী সভা
সর্বশেষ সংবাদ