জাগরণী চক্র ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাসের প্রার্দুরভাবে কর্মহীন দরিদ্র ও নিম্ন আয়ের ১০০ পরিবারের মধ্যে ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত ২০ মে সকালে শহরের শ্রীপুরে জাগরণী চক্র ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ে এসব মানুষের মধ্যে নগদ অর্থ তুলে দেন ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম।
এসময় সহকারী ম্যানেজার আনোয়ারুল সাদাদ, সিনিয়র অফিসার মোঃ ফজলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাগরণী চক্র ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম জানান, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় আমাদের ফাউন্ডেশনের ৬টি শাখার উদ্যোগে করোনা ভাইরাসের কারণে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে এ পর্যন্ত নগদ ৩লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।