ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির প্রার্থী খৈয়মের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ/সুজন বিষ্ণু
  • ২০২৫-১১-১৮ ১৫:২২:৫৭

. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রস্তুতি সভা গতকাল ১৮ই নভেম্বর সকালে শহরের নান্নু টাওয়ারের ৪র্থ তলায় রাজবাড়ী কনভেনশন সেন্টারে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 রাজবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও জেলা বিএনপি,উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল, ওলামা দল, মহিলা দল, ছাত্রদল ও তরুণ দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমরা নির্বাচনের নিয়ম-কানুন ভূলে গেছি। ইলেকশনের ম্যাকাজিকম কিন্তু আলাদা। সংগঠন করা, লোকজনের কাছে যাওয়া এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। শেখ হাসিনার অত্যাচারের কারণে আমরা এগুলো ভুলে গেছি।  তিনি বলেন, আমাদের হাতে সময় খুবই কম। আমাদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। তাদের দুঃখ কষ্টের কথা শুনতে হবে, সেই হিসাবে কাজ করতে হবে। মহিলা দলের নেত্রীদেরও মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। আমরা সবাই মিলে এই রাজবাড়ীটাকে পরিবর্তন করি। আমরা বাংলাদেশের মধ্যে রাজবাড়ীকে একটা মডেল করতে চাই, বাংলাদেশের মধ্যে রাজবাড়ীকে এমন একটা জায়গা করতে চাই, যে জায়গা ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হবে। আমরা আলোকিত জেলা করতে চাই রাজবাড়ীকে। যে আলোতে রাজবাড়ী জেলা ঝলমল করবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার আর্শিবাদে রাজবাড়ীকে একটা ভিন্ন জায়গা তৈরি করতে পারবো। এই রাজবাড়ীতে সবাই একসাথে বসবাস করবো।

 

 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির প্রার্থী খৈয়মের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
 বালিয়াকান্দিতে হারুনকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কালুখালীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা
 পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ