ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
রাজবাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১৮ ১৫:২৩:৪৪

.জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল ১৮ই নভেম্বর সকাল ১০টায় অফিসার্স ক্লাবে উদ্বোধন করা হয়েছে।
 রাজবাড়ীর স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 
 প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
 জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক উপস্থিত ছিলেন।
 বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম অপরাধ প্রতিরোধে সংবাদ সংগ্রহ করার জন্য এবং দ্রুত এই সংবাদ থানা পুলিশকে দেওয়ার জন্য গ্রাম পুলিশদেরকে আহ্বান জানান। একই সাথে তিনি গ্রামীণ এলাকায় অপরাধ প্রতিরোধে বিশেষ করে বাল্য বিবাহ, মাদক এবং পারিবারিক-সামাজিক অপরাধ প্রতিরোধে থানা পুলিশের সাথে নিবিড় ভাবে কাজ করার জন্য গ্রাম পুলিশের প্রতি নির্দেশনা প্রদান করেন। 
 সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা ও জনসেবায় দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণটি গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 জানা গেছে, এই প্রশিক্ষণ কোর্সে জেলার ৪২টি ইউনিয়ন থেকে ৪২জন গ্রাম পুলিশ অংশ নিয়েছে। প্রশিক্ষণ কোর্সটি তিন দিনব্যাপী চলবে।

 

 রাজবাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
রাজবাড়ীর কল্যাণপুরের মাইনউদ্দিন হত্যা মামলার রায়ে ৪জনের যাবজ্জীবন কারাদন্ড
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক  জাহিদুল ইসলামের যোগদান
সর্বশেষ সংবাদ