রাজবাড়ী শহরের প্রধান সড়কে জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জনের বাসভবনের গেটের পাশে পৌরসভা কর্তৃক স্তুপ করে রাখা ময়লা আবর্জনা বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। এতে পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করছে।
সরেজমিন গতকাল ২৩শে নভেম্বর দুপুর ১টার দিকে গিয়ে দেখা যায়, সারদিন ময়লার স্তুপ একইভাবে রাখা। সরকারী উচ্চ বিদ্যালয়ের(জেলা স্কুলের) গেটের আগ থেকে সিভিল সার্জনের বাসভবনের গেটের আগ পর্যন্ত রাস্তার পাশে ফুটপাতে স্তুপ করে রাখা হয়েছে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা। ময়লা আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে, কিছু রাস্তার ওপর উঠে এসেছে। সেখানে পৌরসভার ময়লা আবর্জনা টানার তিনটি ভ্যান গাড়ি তালা মেরে রেখে দেওয়া হয়েছে। অথচ এই প্রধান সড়ক দিয়ে রাজবাড়ী পৌরসভার প্রায় সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারী সব সময়ই চলাচল করেন। দেখেও না দেখার ভান করা পৌর কর্তৃপক্ষের এক রকম উদাসীনতা বলে মনে হয়েছে। খোলা জায়গায় আবর্জনা রাখার কারণে স্থানীয়দের ছেড়ে রাখা গরু ও রাস্তায় দল বেঁধে থাকা কুকুরের দল ময়লা আবর্জনার মধ্যে যেয়ে আরো ছড়িয়ে ছিটেয়ে দিচ্ছে। জেলা স্কুল ছুটির পরে শিক্ষার্থীরা ফুটপাত দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে নাক বন্ধ করে যাওয়ার পাশাপাশি অনেক সময় দল বেধে থাকা কুকুর দেখে ভয় পাচ্ছে।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, মাঝে সবসময় এখানে ময়লা আবর্জনা স্তুপ করে রাখা হয়। খুব বাজে দুর্গন্ধ বের হওয়ার পাশাপাশি কুকুরের দলের ভয় থাকায় স্কুলে যাওয়া আসার সময় আমাদের খুব ভোগান্তি হয়।
কয়েকজন পথচারী বলেন, পৌরসভার বিভিন্ন জায়গা থেকে ভ্যানে ময়লা আবর্জনা নিয়ে সিভিল সার্জনের বাসভবনের পাশে স্তুপ করে রাখে পৌরসভার পরিছন্নতা কর্মীরা। তারা এখানে কয়েকদিন রেখে তারপর সেটা পৌরসভার ভাগাড়ে নিয়ে যায়। পৌর শহরের প্রধান সড়কের সামনে ময়লা আবর্জনা স্তুপ করে রাখা খুবই দুঃখজনক বিষয়। পাশেই আবার জেলা স্কুল রয়েছে। স্কুলের ছাত্র ও অভিভাবকেরা যাতায়াত করে থাকে। ময়লা আবর্জনার দুর্গন্ধে তাদের চলাচলে ভোগান্তি হয়। আবার এভাবে ময়লা আবর্জনা রাখাতে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, আমার বাসভবনের সামনে ময়লা আবর্জনা রাখা নিয়ে আমি এর আগেও কয়েকটি মিটিং এ বিষয়টি বলেছি। পৌরসভাকেও জানিয়েছি সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য। কিন্তু তারপরও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা আমার বাসভবনের গেটের পাশে ময়লা আবর্জনা স্তুপ করে রাখে। দুর্গন্ধে বাসভবনের ভিতরে ও সড়ক দিয়ে পথচারীসহ স্কুলের শিক্ষার্থীরা চলাচল পারে না। বিষয়টির সুরহা হওয়া দরকার। শহরের প্রাণকেন্দ্রে ময়লার পিকআপ পয়েন্ট না হয়ে বাইরে করা হোক, অথবা ফাঁকা জায়গায় করা হোক।
রাজবাড়ী পৌরসভার সুপারভাইজার মহিউদ্দিন মোল্লা সুমন বলেন, পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ময়ালা আবর্জনা ভ্যানে নিয়ে এসে সিভিল সার্জন বাসভবনের গেটের সামনে স্তুপ করে রাখা হয়। পরে সেখান থেকে ট্রাকে করে শ্রীপুর টার্মিনালের পাশে ডাম্পিং করা হয়। কিন্তু আমাদের পৌরসভার ময়লা টানার ট্রাকটি নষ্ট হয়ে যাবার কারণে পিকআপ পয়েন্ট থেকে ময়লাটি ডাম্পিং করা হয়নি।
রাজবাড়ী পৌরসভার প্রশাসক ডঃ মোঃ মাহমুদুল হক বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আপনার মাধ্যমেই জানলাম। ওই জায়গা থেকে ময়লা সরানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


