ঢাকা সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
ওজোপাডিকো’র আউট সোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজবাড়ীতে স্মারকলিপি পেশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-২৩ ১৪:৩৬:০৫

 রাজবাড়ীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে(ওজোপাডিকো) আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে গতকাল ২৩শে নভেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) জেলা শাখার নেতৃবৃন্দ। 
 স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পতিত স্বৈরাচারের বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী ও তার দোষরদের মদদে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারী করণের লক্ষ্যে গ্রাহক সেবার মান তলানীতে পৌঁছাতে বিগত ১৭ বছরে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে কোন কারিগরি লোকবল নিয়োগ করা হয়নি। ফলে ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহিরাগত গ্যাটিস নির্ভর হয়ে পড়েছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একটি অতিমাত্রায় কারিগরি প্রতিষ্ঠান হিসেবে কোন দক্ষ জনবল তৈরী হয়নি। আর কৃত্তিম লোকবলের অভাব সৃষ্টি করে আইএলও এর ডিসেন্ট ওয়ার্ড এজেন্ডা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পরিপন্থী ‘আউট সোর্সিং” প্রক্রিয়ায় লোকবল নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে।
 আউট সোর্সিং স্টাফদের গ্রাহক সেবার মান বজায় রাখা বা কর্তৃপক্ষের প্রতি কোন দায়বদ্ধতা না থাকায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মুখের গ্যাস মাস্ক খুলে ফেলায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।
 নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, গ্রাহক সেবার মান উন্নয়ন ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য ফ্যাসিবাদের পতনের পর বারংবার “আউট সোর্সিং” প্রক্রিয়ায় লোকবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য সিবিএ এর পক্ষ থেকে অনুরোধ জানানো সত্ত্বেও অজ্ঞাত কারনে “আউট সোর্সিং” নিয়োগের জন্য দপ্তরে টেন্ডার আহ্বান করা হয়েছে। তারা অবিলম্বে ‘আউট সোর্সিং” প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের জন্য জোর দাবি জানান।
 ইউনিয়নের নেতারা জানান, আউট সোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম বিঘিœত হচ্ছে এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তা ক্ষুন্ন হচ্ছে। এজন্য তারা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
 মানববন্ধনে ও স্মারকলিপি পেশকালে রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রব্বানী মোল্লা সহ পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ রাজবাড়ী জেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে সিন্ডিকেটের কবলে সারের বাজার||অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ॥কৃষক জিম্মি
 ওজোপাডিকো’র আউট সোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজবাড়ীতে স্মারকলিপি পেশ
 রাজবাড়ী বিসিকে ৩য় ব্যাচের শিল্প  উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু
সর্বশেষ সংবাদ