ঢাকা সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
গোয়ালন্দে সিন্ডিকেটের কবলে সারের বাজার||অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ॥কৃষক জিম্মি
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-১১-২৩ ১৪:৩৭:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দে সরকার নিযুক্ত বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে সার বিক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 
 অনুসন্ধানে জানা গেছে, সরকারীভাবে ডিএপি সারের নির্ধারিত মূল্য কৃষক পর্যায়ে প্রতি কেজি ২১ টাকা, যার ৫০ কেজির প্রতি বস্তার দাম ১ হাজার ৫০ টাকা। কিন্তু বিসিআইসি ডিলাররা খুচরা সার বিক্রেতাদের প্রতি বস্তা ১৩৫০ টাকা থেকে ১৫০০’শ টাকা পর্যন্ত বিক্রি করে অধিক মুনাফা গ্রহণ করছে। 
 এছাড়া ডিএপি সার খুচরা বিক্রেতা ও সাব ডিলারদের মাঝে সমবণ্টন করে দেয়ার নিয়ম থাকলেও, তা সঠিকভাবে করা হচ্ছে না।
 অভিযোগ রয়েছে, বিসিআইসি ডিলাররা বরাদ্দকৃত সার নিজদের নিয়ন্ত্রণে রেখে শুধুমাত্র পছন্দের কিছু খুচরা সার বিক্রেতাদের কাছে এবং যাদের সাব ডিলারের কোন বৈধ লাইসেন্স নেই তাদের কাছেও অধিক মুনাফা নিয়ে বিক্রি করছে।
 দৌলতদিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন জানান, আমি এ বিষয়গুলোর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ১০ হাজার টাকা উৎকোচ দাবির মিথ্যা অভিযোগ দেয় ডিলাররা। কর্তৃপক্ষ অভিযোগের কোন তদন্ত ছাড়াই আমাকে এখান থেকে বদলি করে দেয়া হয়।  
 অনুসন্ধানে আরো জানা গেছে, গোয়ালন্দ উপজেলার তালিকাভুক্ত বিসিআইসি ডিলারদের গুদাম বা দোকান ঘর তাদের দায়িত্ব প্রাপ্ত নিজ নিজ ইউনিয়নে থাকার কথা। কিন্তু প্রত্যেক ডিলারের গুদাম ও দোকান গোয়ালন্দ বাজারে অবস্থিত। কৃষি বিভাগের সংশ্লিষ্টদের ম্যানেজ করে তারা দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা চালিয়ে আসছে। এতে করে ভোগান্তি ও বাড়তি ব্যয় হচ্ছে সাধারণ কৃষক ও ইউনিয়ন পর্যায়ে খুচরো সার বিক্রেতাদের।
 চর দৌলতদিয়া এলাকার কৃষক মুসা শেখ,  মুসলেম সওদাগর, আক্কাস শেখ ও হাসেম আলীসহ কয়েকজন জানান, ডিএপি সারের বস্তার গায়ে লেখা সরকারী মূল্য ১০৫০ টাকা। কিন্তু খুচরা বাজার থেকে আমাদের কিনতে হয় ১৫’শ হতে ১৬’শ টাকা দিয়ে। সেইসাথে আবার কিটনাশক ভিটামিনসহ অন্যান্য জিনিস কিনতে তাদের বাধ্য করে সার ব্যবসায়ীরা।
 নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কয়েকজন সাব-ডিলার সারের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগটি স্বীকার করেন। তারা বলেন, বিসিআইসি ডিলারদের কাছ থেকে ডিএপি সার আমাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এ ক্ষেত্রে তারা আমাদের কোন ক্রয় রশিদ দেন না। রশিদ চাইলে পরবর্তীতে আমাদেরকে সার দেবে না বলে দেওয়ার হুমকি দেয়। তাই আমরা ঝামেলা না করে ক্রয় মূল্য থেকে বস্তা প্রতি মাত্র ৫০ টাকা লাভ নিয়ে কৃষক পর্যায়ে বিক্রি করি। 
 অভিযোগের বিষয়ে বিসিআইসি ডিলার খোন্দকার নুরুজ্জামান মিয়ার ছেলে আলিফ, হোসেন আলী বেপারী, ফারুক হাওলাদার, পলাশ কুমার সাহা, নুরুল হক মোল্লা, দাবি করে বলেন, তদের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ সঠিক নয়। 
 রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ শুনেছি। এ বিষয়টি ছাড়াও অন্যান্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউওনও সাথী দাস বলেন, কৃষকদের কাছ থেকে সরকারী দামের বাইরে বেশি নেওয়ার কোন সুযোগ নেই। ইতিমধ্যে আমরা অভিযোগ পেয়েছি কৃষি অফিসারের সাথে কথা বলে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

 

গোয়ালন্দে সিন্ডিকেটের কবলে সারের বাজার||অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ॥কৃষক জিম্মি
 ওজোপাডিকো’র আউট সোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজবাড়ীতে স্মারকলিপি পেশ
 রাজবাড়ী বিসিকে ৩য় ব্যাচের শিল্প  উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু
সর্বশেষ সংবাদ