ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে করোনার সচেতনতামূলক ক্যাম্পেইনে মাস্ক বিতরণ॥ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২৬ ১৫:৫৮:১৪

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের ৬ষ্ঠ দিনে গতকাল ২৬শে নভেম্বর রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন স্থানে এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে সদর উপজেলা ও কালুখালী উপজেলার মুরগীর ফার্ম, চন্দনী, আফড়া ও গান্ধিমারা বাজার এলাকায় জনসচেতনতামূলক ক্যাম্পেইনে মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১২টি মামলায় বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ২ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। পুলিশ, আর্মড ব্যাটালিয়ন আনসার ও স্কাউটস সদস্যরা ক্যাম্পেইন ও ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ