ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বিভেদ ভুলে গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে---কাজী ইরাদত আলী
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১১-২৬ ১৬:১২:২৭
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গতকাল ২৬শে নভেম্বর গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকার মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ প্রাঙ্গণে আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোস্তফা মুন্সীর সমর্থনে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নৌকা আমাদের স্বাধীনতা ও আওয়ামী লীগের প্রতীক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ও বিভেদ ভুলে এই নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
  গতকাল ২৬শে নভেম্বর বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সীর সমর্থনে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  গোয়ালন্দ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মী সভার আয়োজন করা হয়।
  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোস্তফা মুন্সী, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, সদস্য নির্মল চক্রবর্তী, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন।   এ সময় গোয়ালন্দ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
  কর্মী সভার প্রধান অতিথি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী তার বক্তব্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য গোয়ালন্দের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ