ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
পররাষ্ট্র মন্ত্রী-সচিবের করোনা মুক্তি কামনায় যুক্তরাষ্ট্র আ’লীগের ভার্চুয়াল দোয়া মাহফিল
  • যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২০-১১-২৭ ১৪:০৫:১৭
করোনায় আক্রান্ত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা মুক্তি কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ২৫শে নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

করোনায় আক্রান্ত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা মুক্তি কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ২৫শে নভেম্বর সন্ধ্যায় (স্থানীয় সময়) নিউইয়র্কে ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ মনছুর খান, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মামুন, সদস্য শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, জয় আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান, সাদিক রহমান, কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, পেনসিলভনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বোস্টন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিশিগান আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, আব্দুল শাকুর খান মাখন, জর্জিয়া স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ জামাল, নিউইয়র্ক আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, যুবলীগ নেতা শাহ সেলিম ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
  আলোচনা পর্বের শেষে তরীকত ফেডারেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইমাম কাজী কাইয়ুমের পরিচালনায় দোয়া-মোনাজাত করা হয়।
  উল্লেখ্য, ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে গত ২৪শে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। তারপর থেকে তারা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষ বরণ
প্রবাসে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যুক্তরাষ্ট্রের গেটি ইমেজের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সর্বশেষ সংবাদ