ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের আটদাপুনিয়ার বীর মুক্তিযোদ্ধা মকবুল মাস্টারের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২৭ ১৪:১০:৫৮
রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন খানকে গতকাল ২৭শে নভেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন খান(৭০) আর নেই।
  গত ২৬শে নভেম্বর দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
  মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৭শে নভেম্বর দুপুরে নিজ বাড়ী সংলগ্ন মাঠে গার্ড অব অনার প্রদান এবং স্থানীয় মসজিদ চত্ত্বরে জানাযার নামাজ শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
  প্রয়াত মকবুল হোসেন খান ওরফে মকবুল মাস্টার আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ