আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ও পাঁচুরিয়া ইউনিয়নের ৪শত করে মোট ৮শত দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়েছে।
গতকাল ২১শে মে এই ত্রাণ বিতরণকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, ট্যাগ অফিসারগণ এবং সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।