র্যাবের অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দরগাপাড়া এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ নূরুল ইসলাম সোহাগ (৩১) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ঠা ডিসেম্বর দুপুরে সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নূরুল ইসলাম সোহাগ শাহজাদপুর থানাধীন তালতলা গ্রামের হাজী আব্দুল আলিমের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ র্যাব তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।