দৈনিক যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদের পিতা সহিদুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে(বাদ আসর) গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের স্বজন-শুভাকাঙ্খীসহ স্থানীয় মুসল্লীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মাস্টারপাড়ার বাসিন্দা ও গোয়ালন্দ বাজারের কাপড় ব্যবসায়ী সহিদুল ইসলাম(৭০) ২০১৫ সালের ৯ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।