ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন॥বিক্ষোভ সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-০৯ ১৪:৩৮:২৯
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী সদর উপজেলা কমান্ডের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী সদর উপজেলা কমান্ডের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

  বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ঘণ্টাব্যাপী রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

  সিপিবি নেতা কমরেড আবুল কালামের পরিচালনায় সমাবেশে রাজবাড়ীর যুদ্ধকালীন কমান্ডার ডাঃ কামরুল হাসান লালী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীসহ মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ