ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন অফিসে প্রেস ব্রিফিং
  • সুশীল দাস
  • ২০২০-১২-০৯ ১৪:৩৯:০৮
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গতকাল ৯ই ডিসেম্বর রাজবাড়ী সিভিল সার্জন অফিসে জেলা পর্যায়ের প্রেস ব্রিফিং-এ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

আগামী ১২ই ডিসেম্বর থেকে ২৪শে জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিতব্য ৬ সপ্তাহের জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা পর্যায়ের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৯ই ডিসেম্বর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকাদান কর্মসূচীর কর্মকর্তা(এসআইএমও) ডাঃ মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মুহাম্মদ কামাল হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। 

  হাম-রুবেলা সংক্রমণের জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতিসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ নুজহাত সুলতানা। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণসহ জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

  প্রেস ব্রিফিংকালে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, প্রথমে গত ১৮ই মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত ৩ সপ্তাহব্যাপী এই হাম-রুবেলা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯(করোনা ভাইরাস) পরিস্থিতির কারণে সেটি স্থগিত করা হয়। যেহেতু চলমান বৈশ্বিক মহামারী পরিস্থিতির মধ্যেই আমাদেরকে এবারের হাম-রুবেলা ক্যাম্পেইন করতে হচ্ছে, সেহেতু ক্যাম্পেইনের সময়সীমা বাড়িয়ে ৩ সপ্তাহের স্থলে ৬ সপ্তাহ করার পাশাপাশি টিকাদান কেন্দ্রগুলোতে কড়াকড়িভাবে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মানার ব্যবস্থা এবং টিকা নিতে আসা শিশু ও তাদের অভিভাবকদের অধিক সময় অপেক্ষা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগে স্কুল বেজড ক্যাম্পেইন করার কারণে সুবিধা হতো। শিশুদেরকে এক জায়গায় পাওয়া যেত। কিন্তু এবার বাড়ী বাড়ী থেকে শিশুদের ক্যাম্পেইনে এনে টিকা দিতে হবে। এ জন্য সময় বাড়িয়ে রোলিং মেথডে পৃথক ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে ৬ সপ্তাহব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করা হবে। প্রয়োজনে ক্যাম্পেইনের সময় আরো বাড়িয়ে নেয়ার নির্দেশনাও আছে। টিকাদান কার্যক্রমের স্বাস্থ্য কর্মীরা দেশব্যাপী কর্মবিরতির কর্মসূচী পালন করে চললেও জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাদের সাথে আলাপ-আলোচনা চলছে। যেহেতু আরো ২দিন সময় আছে, সেহেতু আমরা তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা সমাধানের ব্যাপারে এখনো আশাবাদী। 

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন আরও বলেন, দেশে হঠাৎ করে হামের রোগী বেড়ে গেছে। এর কারণ হচ্ছে দেশব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করা হলেও নানা কারণে অনেক শিশুই টিকাদান কার্যক্রমের বাইরে থেকে যায়। গর্ভাবস্থায় হাম-রুবেলায় আক্রান্ত হলে প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়। এ জন্য গর্ভবতী নারীদের হাম-রুবেলার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া ইনজেকটেবল টিকার ক্ষেত্রে ইনজেকশনের স্থানে ফুলে যাওয়া, জ্বালাপোড়া করা-এসবের মতো সাধারণ উপসর্গ দেখা দিতেই পারে। এ ক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই। খিচুনী, জ্ঞান হারানোর মতো ঝুঁকির পরিমাণ খুবই কম, লাখে সর্বোচ্চ ৩/৪ জন করে। এ জন্য টিকা দেয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার সংবাদ পেলে সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলে কনফারমেশন নিয়ে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। 

  প্রেস ব্রিফিং-এ জানানো হয়, এবার রাজবাড়ী জেলাব্যাপী স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ সর্বমোট ৩ হাজার ১৫৯টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লক্ষ ৪৩ হাজার ৭৩১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩ হাজার ১৫৯টি টিমে ৬ হাজার ৩১৮ জন টিকাদানকারী ও ৯ হাজার ৪৭৭ জন স্বেচ্ছাসেবক (টিম/কেন্দ্র প্রতি ২ জন করে টিকাদানকারী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক) এই টিকাদান কার্যক্রমে নিয়োজিত থাকবেন।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ