ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন
  • চঞ্চল সরদার
  • ২০২০-১২-১২ ১৩:২৫:২২
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল ১২ই ডিসেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয় -মাতৃকণ্ঠ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল ১২ই ডিসেম্বর বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

  মানববন্ধন চলাকালে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সফিকুল ইসলাম সফি, আব্দুস সালাম, নুরুল হক আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অরূপ দত্ত হলি, জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ