বরাবরের মতোই দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সুপার সাইক্লোন আম্পান-এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের বাড়ী-ঘর মেরামত ও পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়ে এবার মাঠে নেমেছে রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত যশোর সেনানিবাসের ‘দুর্ধর্ষ দশ’-এর সেনা সদস্যরা। সেনাবাহিনীর প্রধান ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র দিক-নির্দেশনায় রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতেই এই পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাপ্টেন শুভ, ক্যাপ্টেন আসিব, লেঃ রায়হান, লেঃ রওনক ও লেঃ সোহানের নেতৃত্বে যথাক্রমে গোয়ালন্দ, রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ী-ঘর মেরামত কার্যক্রমে অংশ নেয় সেনা সদস্যরা। কালুখালী উপজেলায় সম্পূর্ণ নতুন করে একটি বাসস্থানও নির্মাণ করে দেয় তারা। ভবিষ্যতেও যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সেনা সদস্যরা।