ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২০-১২-১৪ ১৩:৪৬:০৫

রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক ভার্চুয়াল সভা গতকাল ১৪ই ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হয়। 

  কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমীন নিগার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সালাহ উদ্দিন, জেলা বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, সাধারণ সম্পাদক এডঃ মোঃ আনিসুর রহমান, পিপি এডঃ মোঃ উজির আলী শেখসহ কমিটির সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। ভার্চুয়াল সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সৈয়দ আবদুল্লাহ-আল-হাবিব।

  ভার্চুয়াল সভায় বর্তমানে দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে জেলা লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা বিচার বিভাগ কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন, মুজিব বর্ষে তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রমকে আরো সম্প্রসারণসহ লিগ্যাল এইড কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

  এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা লিগ্যাল এইড অফিসে জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার মুজিব বুক কর্ণার উদ্বোধন করায় জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ