ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ার নৌরুটে সাড়ে ৬ঘণ্টা ফেরী চলাচল বন্ধ
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১২-১৫ ১৫:০৮:২৪
কুয়াশার কারণে গত ১৪ই ডিসেম্বর দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল ১৫ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সাড়ে ৬ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ফেরী চলাচল বন্ধ ছিল -মাতৃকণ্ঠ।

কুয়াশার কারণে গত ১৪ই ডিসেম্বর দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল ১৫ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত একটানা সাড়ে ৬ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ফেরী চলাচল বন্ধ ছিল। 

  দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে যানবাহনগুলোর চালক, শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। 

  বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গত সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আবার ফেরী চলাচল শুরু হয়। পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৬টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ