ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়লো ১৬ কেজি ওজনের বৃগেট মাছ
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১২-১৮ ১৩:১৩:১৩
দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে গতকাল ১৮ই ডিসেম্বর ভোর রাতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের বিশালাকৃতির ১টি বৃগেট মাছ ধরা পড়ে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে এবার এক জেলের জালে ধরা পড়লো ১৬ কেজি ওজনের বিশালাকৃতির ১টি বৃগেট মাছ। 

  গতকাল ১৮ই ডিসেম্বর ভোর রাতে দৌলতদিয়ার লঞ্চ ঘাটের কিছুটা উজান থেকে স্থানীয় আলাল নামে এক জেলের জালে দৃষ্টিনন্দন মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে অবস্থিত বাবু সরদারের মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনার পর নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৭৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন। এ সময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা সেখানে ভীড় জমায়। 

  মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এত বড় আকারের মাছ খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ ক্রেতাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছি। আশা করছি, কেনা দামের থেকে কিছুটা বেশী দামে মাছটি বিক্রি করতে পারবো।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ