রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর সকালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে থানায় ৩১ বার তোপধ্বনি, আলোচনা ও উপজেলা পরিষদ বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলা পরিষদ বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মহান বিজয় দিবস উপলক্ষে থানা ভবন আলোকসজ্জা করা হয়েছে।