ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত
  • এম.এইচ আক্কাছ
  • ২০২০-১২-২১ ১৫:০২:৪৯
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। 

  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম প্রতিদিনই মহাসড়কের যানবাহন ও স্থানীয় বিভিন্ন হাট-বাজারে আকস্মিক অভিযান পরিচালনা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় গত ২০শে ডিসেম্বর বিকালে তাকে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের সামনে মহাসড়কে গণপরিবহন থামিয়ে যাত্রী ও চালকদের মাস্ক ব্যবহারে সতর্ক করতে দেখা যায়। এ সময় মাস্ক ছাড়া যাত্রী ও চালকদের কাছ থেকে জরিমানাও করা হয়। 

  এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। জনসাধারণকে বিষয়টি অবগত করে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে আসছে। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ