‘মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের জন্য সরকারীভাবে গৃহ নির্মাণ করে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত বছর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কুশাহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পে ৮০টি ঘর নির্মাণ করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনায় গোয়ালন্দ উপজেলার ১০ জন প্রতিবন্ধীকে ওই আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর প্রদান করা হয়েছে।
গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের নির্দেশনা মোতাবেক উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম তার কার্যালয় থেকে ‘থ্রি-স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদের হাতে তাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। পরে বরাদ্দপ্রাপ্ত প্রতিবন্ধীরা আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ঘরগুলো বুঝে নেন। দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আবু বক্কার সিদ্দিক তাদেরকে ঘরগুলো দেখিয়ে দেন।
এ সময় থ্রি স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ, সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াসহ অন্যান্য প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।