ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শারজায় বিশ্বের বৃহত্তম পবিত্র কোরআন একাডেমী উদ্বোধন
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-১২-২৬ ১৫:৩৩:২৫
সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের বৃহত্তম কোরআন একাডেমী উদ্বোধন করা হয়েছে -মাতৃকণ্ঠ।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের বৃহত্তম কোরআন একাডেমী উদ্বোধন করা হয়েছে।
  সম্প্রতি দেশটির সুপ্রীম কাউন্সিলের সদস্য ও শারজার শাসক শেখ ডাঃ সুলতান বিন মুহাম্মদ আল কাসেমি এই কোরআন একাডেমীর উদ্বোধন করেন। ৭৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে এই একাডেমীটি ৩৪ গম্বুজ বিশিষ্ট ইসলামের আট-পয়েন্টযুক্ত তারার আকারে তৈরী করা হয়েছে। এটিতে ৭টি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক জাদুঘরও রয়েছে। জাদুঘরগুলোর বিভিন্ন অংশে পবিত্র কোরআন শরীফের ৬০টি ইতিহাস সম্বলিত পা-ুলিপি প্রদর্শন করা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের ৩০৮টি অনুলিপি এবং প্রতœতাত্ত্বিক পান্ডুলিপিও প্রদর্শনীতে রয়েছে। অন্যান্য আকর্ষণীয় নিদর্শনগুলোর মধ্যে ১৮টি কিসওয়াস হল কালো কাপড় যা সৌদি আরবের মক্কার পবিত্র কাবা কাভার করে প্রাচীনতম কিসওয়া হিজরী বছর ৯৭০ সাল থেকে আসে।

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ