২৪তম বিসিএস(প্রশাসন) এসোসিয়েশনের উদ্যোগে ও রাজবাড়ী জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলার ৯০ জন ক্রীড়াবিদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ২৩শে মে শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ফুটবল, ক্রিকেট, বক্সিং ও সাঁতারু ক্রীড়াবিদদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।
এ সময় ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল জলিল, জাকির হোসেন, আসিফ তানজীল রোমিওসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।