ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর বিএনপি’র তিনটি থানা ও পাংশা পৌর কমিটির অনুমোদন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-২৮ ১৩:৩৬:৩৬

রাজবাড়ী জেলার ৩টি থানা ও ১টি পৌর শাখা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

  গত ২৬শে ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু এবং ১নং যুগ্ম-আহ্বায়ক এডঃ কামরুল আলম কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। 

  অনুমোদিত কমিটিগুলোর মধ্যে পাংশা থানা কমিটিতে শাহ্ মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক ও মাহবুবুল হক বকুল মিয়াকে সদস্য সচিব, পাংশা পৌর কমিটিতে বাহরাম হোসেন সরদারকে আহ্বায়ক ও রইচ উদ্দিন খানকে সদস্য সচিব, কালুখালী থানা কমিটিতে খান মোহাম্মদ আইনুল হাবিবকে আহ্বায়ক ও এডঃ রকিবুল হাসান রুমাকে সদস্য সচিব এবং বালিয়াকান্দি থানা কমিটিতে মোঃ গোলাম শওকত সিরাজকে আহ্বায়ক ও খন্দকার মশিউর রহমান চুন্নুকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কালুখালী থানা কমিটিতে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবুকে এবং পাংশা থানা কমিটিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাসিরুল হক সাবুকে ১নং সদস্য করা হয়েছে। 

  কমিটিগুলোর অনুমোদনে জেলা বিএনপির সদস্য সচিবের পরিবর্তে ১নং যুগ্ম-আহ্বায়কের স্বাক্ষর থাকার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, ‘নতুন কমিটির অনুমোদনে সদস্য সচিবের স্বাক্ষর না থাকলেও চলবে-কেন্দ্র থেকে এ ধরনের চিঠি দেয়া হয়েছে।’    

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ