ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলায় ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-২৯ ১৩:৪৫:৪৮
মুজিববর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ২৯শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার মূলঘর উচ্চ বিদ্যালয়ে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী -মাতৃকণ্ঠ।

মুজিব বর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। 

  গতকাল ২৯শে ডিসেম্বর সদর উপজেলার মূলঘর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি এই ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী। 

  জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মূলঘর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মাদ আলী, ম্যানেজিং কমিটির সভাপতি আমির আলী শেখ, প্রধান শিক্ষক জাকির হোসেন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ