ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবি জসীম উদদীনের জন্ম বার্ষিকী পালিত
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০১-০১ ১৩:০৭:৫৮

ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবি জসীম উদদীনের ১১৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ১লা জানুয়ারী সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ীর আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে কবি’র কবরে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে এবং কবি’র আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়। 

  এরপর কবি’র বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। 

  উল্লেখ্য, পল্লীকবি হিসেবে খ্যাত বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি জসীম উদদীন ১৯০৩ সালের ১লা জানুয়ারী ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে (মামা বাড়ীতে) জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৪ই মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মারা যান। 

 
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ