বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ই জানুয়ারী সন্ধ্যায় অনলাইনে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়ার সঞ্চালনায় সভায় ।
সভার শুরুতে সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে গত ১২বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। ফলে বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। এ সময় তিনি আরও বলেন অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে সারা বিশ্বে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে। দেশের গণতন্ত্র ও সুশাসনকে করেছে শক্তিশালী। শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদদীন আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য সাহানারা রহমান, আলী হোসেন গজনবী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদ নবী বাকি, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিহাদ, সাধারণ সম্পাদক, হুমায়ুন আহমেদ চৌধুরী, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাধারণ সম্পাদক আবু সাইদ খান, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা, ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-নুরুল তালুকদার নাহিদ, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগে সহ-সভাপতি মোহাম্মদ শাহিন, মিজানুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাহাদত, কফিল চৌধুরী, প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক শাহেক হোসেন, সেন্ট্রেল ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা শাওন প্রজা, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য ওহাব যোয়ারদার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি-চৌধুরী মোহাম্মদ শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক-কামরুল হাসান রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম, স্টেট সেচ্ছাসেবক লীগের সভাপতি-গাজী লিটন, ছাত্রলীগের সাবেক নেতা হেলাল মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি-জয়নাল আবদিন জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক-সহিদুল হক রাসেল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের শফিকুর রহমান সাফাত ,শরীফ আহমেদ এবং শাহারিয়ার তুষার,মোঃ হুমায়ুন কবির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি, আইটি বিষয়ক উপদেষ্টা মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা, মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা ভারপ্রাপ্ত সভাপতি ছদর উদদীন আহমেদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম , সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া মাহফিলটি পরিচালনা করেন বাইতুল ইসলাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ঈমাম ও খতিব মাওলানা রহমত উল্লাহ।