ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে আউট অব স্কুল চিলড্রেন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০১-১২ ১৫:৪১:৪১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১২ই জানুয়ারী সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অবহিতকরণ সভার আয়োজন করে বাস্তবায়নকারী এনজিও এনডিসি (ন্যাশনাল ডেভেলপমেন্ট সেন্টার)।
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাজবাড়ীর সহকারী পরিচালক সরোজ কুমার দাস, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন, প্রোগ্রাম হেড জাহাঙ্গীর আলম, মনিটরিং অফিসার প্রদীপ্ত রায় ও বালিয়াকান্দি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আজমল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন